• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঝড়ে ডুবে গেল ‘এফবি সাইফুল’, নিখোঁজ ৩ জেলে

সহিদুল ইসলাম স্বপ্ন, বরগুনা

প্রকাশিত: ১৫:৩৫, ১০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঝড়ে ডুবে গেল ‘এফবি সাইফুল’, নিখোঁজ ৩ জেলে

বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ যেনো আবারও কেড়ে নিতে চাইলো জেলেপাড়ার শান্তি। পাথরঘাটা থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ শিকারে গিয়ে ভয়াবহ ঝড়ে ডুবে যায় ‘এফবি সাইফুল’ নামের একটি মাছ ধরার ট্রলার। এই ঘটনায় এখন পর্যন্ত ১২ জেলের মধ্যে ৯ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ রয়েছেন ৩ জেলে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৮টার দিকে চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট এলাকার আলমগীর খলিফার মালিকানাধীন ট্রলারটি ডুবে যায় বলে জানান বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী। দুপুর ১১টা ৩০ মিনিটে তিনি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

নিখোঁজ তিন জেলে হলেন- কবির হিয়ালী (৪৫), হোগলাপাশা আবাসন, চরদুয়ানী; সোহাগ (৩০), হোগলাপাশা আবাসন, চরদুয়ানী ও গোপাল চন্দ্র (৪০), কাঠালতলী ইউনিয়ন।

গোলাম মোস্তফা জানান, ট্রলারে থাকা জেলেরা জাল ফেলে একটু বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ ঝড় শুরু হলে ট্রলারটি ভারসাম্য হারিয়ে গভীর সমুদ্রে ডুবে যায়। কাছে থাকা আরেকটি ট্রলার ৯ জন জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে। কিন্তু, তিনজন জেলের কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2