রাঙ্গামাটিতে পানিবন্দী কয়েক হাজার মানুষ, যান চলাচল বন্ধ

টানা বর্ষণে রাঙ্গামাটি জেলার চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেযেছে। হ্রদের পানি বাড়ায় পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পাহাড়ি ঢল ও খাগড়াছড়ি থেকে নেমে আসা পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদুর-দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
গত কয়েক দিনের ভারী ও অতি বর্ষণের ফলে রাঙ্গামাটির লংগদুর মাইনী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বাঘাইছড়ি ও লংগদুর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এরইমধ্যে বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। রাস্তা ডুবে যাওয়ায় নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে নৌকা দিয়ে।
পাহাড়ি ঢলে লংগদুর লেমুছড়ি, ডাঙ্গাবাজারের বিভিন্ন এলাকায় ফসলী জমি পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের।
প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বন্যা কবলিতদের সহযোগিতায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পাহাড়ী এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
এদিকে, ফেনীতে নতুন করে প্লাবিত হয়েছে ছাগলনাইয়া ও সদর। পানিবন্দী দেড় লাখ মানুষ।
বিভি/টিটি
মন্তব্য করুন: