• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

আবারো ৫ দিনের রিমান্ডে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
আবারো ৫ দিনের রিমান্ডে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি বিপ্লব

জুলাই-আগষ্ট আন্দোলনে দিনমজুর সজল মোল্লা (৩০) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সার বিপ্লবের আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলায় ৭ দিনের রিমান্ড শেষে শুক্রবার (১১ জুলাই) সকালে তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করে পুলিশ ৮ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালতের বিচারক নুসরাত শারমিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

পাবলিক প্রসিকিউটর মো. হালিম হোসেন জানান, এর আগে গত ২২ জুন দিনগত রাত ১০ টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে মুন্সীগঞ্জ আমলী আদালত-১ এ হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ৪ জুলাই তাকে মুন্সীগঞ্জ সদর থানা হেফাজতে তাকে রিমান্ডে আনা হয়। রিমান্ডে সঠিক তথ্য না দেওয়া ও তথ্য গোপন করায় আরো জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় পুলিশ ৮ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত বছরের ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জ শহরের থানারপুল থেকে কৃষি ব্যাংক মোড় পর্যন্ত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে শ্রমিক রিয়াজুল ফরাজী, নুর মোহাম্মদ ডিপজল ও সজল মোল্লা নিহত হন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2