• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত: ১৭:৩৯, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে

দুই ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (১১ জুলাই) দুপুর তিনটার দিকে আগুন লাগার খবর পেয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে দমকলকর্মীরা। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের পাশাপাশি আগুন নেভাতে যোগ দেয় নৌবাহিনীও।

তবে, জান্ট এক্সেসোরিজ নামে ফোম কারখানাটিতে কিভাবে আগুনের সূত্রপাত, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় বন্ধ ছিলো কারখানাটি। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

এদিকে কারখানায় আগুন লাগার খবর পেয়ে ইপিজেডের মূল গেইটের বাইরে হাজার হাজার মানুষের জটলা তৈরি হয়। এতে ঘটনাস্থলে যেতে বেগ পেতে হয় দমকলকর্মীদের। একপর্যায়ে মানুষের ভিড় সামলাতে মাঠে নামে সেনাবাহিনীও।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2