সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

সাতক্ষীরায় সম্মিলিত জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১১ জুলাই) দুপুর ১২টায় শহরের খুলনা রোড মোড়স্থ শহীদ আসিফ চত্বরে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের কাছে জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার বিতরণ করা হয়।
ক্যালেন্ডার বিতরণকালে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন, সাবেক সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখপাত্র মোহিনী তাবাসসুম, যুগ্ম সদস্য সচিব ওমর তাসনিম রাহাত, আহত সদস্য আলিফ আরেফিন, মোঃ রাশেদ, স্মার্ট মেডিকেল সেন্টার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আয়োজকরা জানান, জুলাই বিপ্লবে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আজ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে জুলাই গণঅভ্যুত্থান ক্যালেন্ডার বিতরণ এবং শহীদ ও আহত পরিবারের সদস্য ও সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
এর আগে, সকালে ‘জুলাই বিপ্লব’ উপলক্ষে শহীদ আসিফ চত্বরের পশ্চিম পাশে স্মার্ট মেডিকেল সেন্টারে জুলাই গণঅভ্যুখ্যানে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবা প্রদান করেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. মোস্তফা আল মামুন। মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: