সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ

সাতক্ষীরার কলারোয়ায় বিএনপির সদস্য নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে শুক্রবার (১১ জুলাই) বেলা ১২টায় অস্থায়ী কার্যালয়ে এ সদস্য নবায়ন ফরম বিতরণ উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের দলের ভবিষ্যত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। সে অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এটা আমরা আশাবাদী। এ আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তিনি এসময় দলীয় নেতাকর্মীদের জনগণের মাঝে থেকে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।
সাতক্ষীরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-১ সংসদীয় আসনের সঙ্গে টিম প্রধান আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও সদস্য আব্দুর রকিব মোল্লার সঞ্চালনায় এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাজকিন আহমেদ চিশতী, সদস্য সাবেক অধ্যক্ষ মোহাম্মদ রইছ উদ্দিন, সদস্য ইব্রাহিম হোসেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: