রাঙ্গামাটিতে জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জাতীয় যুবশক্তির জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) সকালে রাঙ্গামাটির রাঙাশ্রী কমিউনিটি সেন্টারে জাতীয় যুবশক্তির (এনসিপির) আয়োজনে জেলা সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরন্য চৌধুরী (প্রীতি)।
এতে আরও উপস্থিতি ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সিনিয়র মূখ সংগঠক ইয়াছিন আরাফাত, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হক, জাতীয় নাগরিক পার্টি রাঙ্গামাটি জেলা শাখার প্রধান সমন্বয়কারী বিপিন চাকমা, যুগ্ম সমন্বয়কারী জাহিদুল ইসলাম প্রমুখ।
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব দ্যুতি অরন্য চৌধুরী (প্রীতি) বলেন, জাতীয় যুবশক্তি জাতীয় নাগরিক পার্টির সবচেয়ে বড় শক্তি। জাতীয় যুবশক্তির হাত ধরেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে আমরা বাংলাদেশে সর্বোচ্চ ভূমিকা রাখবো এবং আমরা সংগঠনের একে অন্যের সহযোগিতায় দুর্বার এগিয়ে আসবো। রাজনীতির মাঠে আমাদের কোনো সহযোদ্ধাকে যদি কেউ প্রতিহত করতে চায়, আমরা সবাই মিলে কঠিন প্রতিরোধ গড়ে তুলবো।
এসময় বক্তারা আরো বলেন, দেশের যুবসমাজকে মাদক সন্ত্রাস, টেন্ডারবাজি, ফ্যাসিবাদ ও দলীয় শৃঙ্খল থেকে মুক্ত করে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ শুরু করেছি। আমরা যুবসমাজকে দেশের সম্পদে পরিণত করতে চাই।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: