• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কুষ্টিয়ায় চালককে হত্যার পর গাছে ঝুলিয়ে অটো ছিনতাই

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৫, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
কুষ্টিয়ায় চালককে হত্যার পর গাছে ঝুলিয়ে অটো ছিনতাই

কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়ায় চালককে হত্যার পর গাছে ঝুলিয়ে অটো ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়া ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কের হোমিওপ্যাথী কলেছের নিকটস্থ গাছ থেকে ঝুলন্তবস্থায় অটোচালক রফিকুল ইসলাম (৪৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে, নিহতের ব্যাটারিচালিত অটোরিকশাটি সেখানে খুঁজে পাওয়া যায়নি এবং এই অটো ছিনতাই করতেই দূর্বৃত্তরা আরিফুলকে হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে গেছে বলে ধারণা পুলিশের।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো শহরের চৌড়হাস আদর্শপাড়া এলাকার বাসিন্দা অটোচালক রফিকুল বাড়ি থেকে অটো নিয়ে বেড়িয়ে যায়। এরপর রাত ১০টায় আরিফুল বাসায় না ফেরায় পরিবারের লোকজন আশেপাশে খোঁজ করেও কোনো সন্ধান পায়নি। পরে রাতেই পরিবারের লোকজন কুষ্টিয়া মডেল থানায় যায় সাধারণ ডায়েরি করতে। শুক্রবার সকালে পথচারীরা ঘটনাস্থলে আরিফুলের লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

এদিকে, রফিকুলকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে অটো ছিনতায়ের প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুই পাশেই দীর্ঘ লাইনের যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর লোক এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিকট প্রতিবেশী আরেক অটোচালক রাজু জানায়, রফিকুল বাসায় না ফেরায় গতকাল রাত থেকেই আমরা খোঁজাখুজি করছিলাম। পরে রাত ১১ টার দিকে থানায় গিয়ে জিডি করতে চাইলে পুলিশ বলে কেউ নিখোঁজ হওয়ার পর ২৪ ঘণ্টা পার না হলে কোন জিডি করা যাবে না। এই শুনে আমরা থানা থেকে চলে আসি। আজ সকালে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আরিফুলের লাশ পেলেও ওর ব্যাটারিচালিত অটোরিকশাটির
কোন খোঁজ পাচ্ছি না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের
মোল্লাতেঘরিয়া এলাকায় এক অটোচালকের লাশ গাছে ঝুলছে এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রফিকুলের লাশ উদ্ধার করে
মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোন সংঘবদ্ধ অটো ছিনতাইকারী/দুর্বৃত্তচক্র অটো ছিনতাই করতে শ্বাসরোধে
হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখে অটোটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটির তদন্ত করছে পুলিশ। যারাই এই হত্যাকাণ্ডে জড়িত থাক তাদের
গ্রেফতার করা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2