• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৫, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মামুন মিয়া (৩০) নামের ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ফুয়াদ মিয়া (৫০) নামের বড় ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই। শুক্রবার (১১ জুলাই) বিকালে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় সুত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার সহোদর ভাই আল আমিন মিয়ার মধ্যে বন্ধকী কচুক্ষেত নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। এই ঝামেলা থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে আসলে মামুন মিয়া তার বুকের ছুরি দিয়ে আঘাত করে। এসময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। তখন স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদ মিয়া মারা যায়।

এদিকে, এই হত্যাকাণ্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনরা মামুনকে ঘটনাস্থলে আটক করে পুলিশে সোর্পদ করে। খুনি মামুন ও তার ভাই আল আমিন মিয়া দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানায় এলাকাবাসী। 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আছেন তিনি। সেখানে মামুন মিয়ার নামের এক যুবককে প্রাথমিক আটক করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: