• NEWS PORTAL

  • রবিবার, ১৩ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টাঙ্গাইলে ১৫শ রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

প্রকাশিত: ১৭:২৬, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
টাঙ্গাইলে ১৫শ রোগীকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা

টাঙ্গাইলের কালিহাতীতে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১২ জুলাই) দিনব্যাপী কালিহাতি উপজেলার টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে এ চিকিৎসা সেবা দেওয়া হয়।  

এ সময় বিশেষজ্ঞ ডাক্তাররা রোগীদের পরীক্ষা নির্ণয় করে ফ্রি ওষুধও দেওয়া হয়। পাশাপাশি ১৫০টি চশমা প্রদান করা হয়।

চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, আমরা সেনাবাহিনীর এই চিকিৎসা সেবা পেয়ে অনেক উপকৃত হলাম। মাঝে মাঝে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে গ্রামবাসীর অনেক উপকারে আসবে।

চিকিৎসা সেবা নেওয়া আরেক রোগী লিজা বলেন, অন্য একজনের মাধ্যমে শুনতে পেয়ে চিকিৎসা সেবা দিতে এসেছি। উনাদের ব্যবহার খুবই ভালো। মাঝে মধ্যে এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প করলে আমাদের অনেক উপকৃত হতো।

আরিফুর বলেন, এখানে পরিবেশ ও মান দুটোই ভালো। সবাই সুশৃঙ্খলভাবে সেবা নিয়েছে। এমন আয়োজন করায় বাংলাদেশ সেনাবাহিনী ধন্যবাদ জানাই।

১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুর রহমান বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে রোগীদের সেবা দেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন অব্যহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহমুদুর রহমানসহ সেনাবাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা।

বিভি/এআই

মন্তব্য করুন: