• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র ও ডিজিটাল প্লাটফর্মের উদ্বোধন 

রংপুর ব্যুরো

প্রকাশিত: ২১:৪২, ১১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র ও ডিজিটাল প্লাটফর্মের উদ্বোধন 

জাকজমক আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ঐকতান সাংস্কৃতিক কেন্দ্র এবং এর ডিজিটাল প্লাটফর্মের (ফেসবুক ও ইউটিউব) উদ্বোধন। শুক্রবার (১১ জুলাই) বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠিত সংবাদ উপস্থাপক, সংবাদকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও শহরের শিক্ষা, শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্টজনরাও অনুষ্ঠানে অংশ নেন।

ঐক্যতান পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঐক্যতান’র লক্ষ্য ও শ্রমের মাধ্যমে এই নতুন যাত্রায় শিশু তরুণদের মধ্যে বিকাশ ঘটিয়ে একটি প্রকৃত সৃজনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে চলবে। ডিজিটাল প্লাটফর্মে নিয়মিত প্রচারিত হবে শিক্ষার্থীদের সংবাদ, উপস্থাপনা, বিতর্কসহ নানা সাংস্কৃতিক চর্চা এবং সামাজিক সচেতনতা বিষয়ক টকশো।

ঐকতানের শিক্ষার্থীদের মনোজ্ঞ সংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ আকর্ষণ ছিল গুড ব্যান্ডের সংগীতানুষ্ঠান। এই পরিবেশনায় জনপ্রিয় শিল্পী প্রফুল্ল আংশুমান এবং আশীষ ভট্টাচার্য্য গান পরিবেশন করেন। দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে এবং ঐকতান এর সহযোগিতায় বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ২০০ অংশগ্রহণকারীর মধ্যে ১০০ জনকে পুরস্কৃত করা হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: