রাজনীতিতে যারা এতিম তারাই পিআর নির্বাচন চায়: খোকন

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, রাজনীতিতে যারা এতিম, নির্বাচনে অংশ নিয়ে যাদের জামানত বাতিল হবে তারাই সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন চায়, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না, দল তা ঠিক করে দিবে, এমন কালচার অনেক পিছিয়ে রয়েছে। ইভিএম যেমন বির্তকিত ছিলো, ভোট চুরির মেশিন হিসেবে, পিআর ঠিক একই বিষয়, সে বিষয়ে জনগণ যেমন নেতারাই অনেকে বুঝে না, আমরা অনেকেই বুঝি না, পিআর কী? সংখ্যানুপাতিক যে ভোট। সেটা আজকে তারা নিয়ে এসে বির্তক সৃষ্টি করে, নির্বাচনকে তারা দীর্ঘায়িত করতে চায়। তারা জানে নিবার্চন একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক হলে বিএনপি বিজয় লাভ করবে, তাই তাদের ঘুম হারাম।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নরসিংদী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর উপজেলা বিএনপি’র আমৃত্যু সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ে নরসিংদী সদর উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিপি জলিল, ফারুক উদ্দীন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: