• NEWS PORTAL

  • শনিবার, ১২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাসের ধাক্কায় নারী নিহত 

খাগড়াছ‌ড়ি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৬, ১২ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
বাসের ধাক্কায় নারী নিহত 

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় যাত্রীবা‌হী বাস শা‌ন্তি প‌রিবহন ও মোটরসাই‌কেলের সংঘ‌র্ষে দিবালা ত্রিপুরা (৪৫) না‌মে এক‌ মোটরসাই‌কেল আ‌রো‌হী নিহত ও চালক শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১) আহত হ‌য়ে‌ছেন। শ‌নিবার (১২জুলাই ) সকাল ৯টার দি‌কে মা‌টিরাঙ্গা সেনা জোন সংলগ্ন সেলাই প্রশিক্ষণ কে‌ন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘ‌টে।

দিবালা ত্রিপুরা গুইমারা উপ‌জে‌লার আরবা‌রি এলাকার ধনচন্দ্র ত্রিপুরার স্ত্রী ও শ্যামল ত্রিপুরা একই এলাকার বা‌শিমহন ত্রিপুরার ছে‌লে।

জানা যায়, খাগড়াছ‌ড়ি থে‌কে সকাল ৮টায় ছে‌ড়ে আসা চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস শা‌ন্তি প‌রিবহন মা‌টিরাঙ্গা জো‌ন সংলগ্ন পাহাড়ে উঠার সময় সেলাই প্রশিক্ষন কেন্দ্রের সাম‌নে পিররীদ ‌দিক হ‌তে আসা মোটরসাই‌কেলের সাথে সংঘ‌র্ষ হয়। এ‌তে মোটরসাইকেল চালকসহ ২জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত‌দের উদ্ধার ক‌রে মা‌টিরাঙ্গা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে নি‌য়ে গে‌লে কর্তব্যরত চি‌কিৎসক দিবালা ত্রিপুরাকে মৃত ব‌লে ঘোষনা ক‌রে। অপর জন‌কে হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়।

মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ তৌ‌ফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক পলাতক রয়ে‌ছেন। গাড়ি দু‌টি‌কে আটক করা হ‌য়ে‌ছে। পরবর্তী পদ‌ক্ষেপ গ্রহ‌নে আই‌নি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তি‌নি।
 

বিভি/এসজি

মন্তব্য করুন: