মিটফোর্ডে হত্যাকাণ্ড: সোহাগের পরিবারে চলছে শোকের মাতম

রাজধানীর মিটফোর্ডে বুধবার (৯ জুলাই) নির্মম হত্যার শিকার হন ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ। তার পরিবারে চলছে শোকের মাতম।
বরগুনায় সোহাগের গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে পরিবেশ। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সকালে বরগুনা সদর উপজেলার রায়ভোগ গ্রামে নানা বাড়িতে তার মা আলেয়া বেগমের কবরের পাশে সমাহিত করা হয় সোহাগকে। সোহাগের পৈত্রিক নিবাস পাথরঘাটার কাকচিড়া গ্রামে হলেও শৈশব থেকেই তিনি ঢাকায় বাস করতেন।
উল্লেখ্য, চাঁদা না দেওয়ায় ঢাকার মিটফোর্ডে দুর্বৃত্তরা নির্মমভাবে হত্যা করে তাকে।
বিভি/এমআর
মন্তব্য করুন: