স্ত্রীর মৃত্যুর ৩ ঘণ্টা পরই স্বামীর মৃত্যু, পাশাপাশি কবরে দাফন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্ত্রীর মৃত্যু সংবাদ সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন স্বামী। মাত্র তিনঘণ্টার ব্যবধানে ছাড়লেন পৃথিবী। এমন বিরল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
জানা গেছে, উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের পশ্চিম রাউৎগাঁও গ্রামের বাসিন্দা রিনা বেগম (৬৮) সোমবার (১৪ জুলাই) গভীর রাতে মারা যাওয়ার পর ভোররাতে তার স্বামী ওয়ারিছ মিয়া (৭৫) মারা যান।
পরিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে রিনা বেগম মেয়ের বাড়ি কমলগঞ্জ উপজেলার ভানুগাছ এলাকায় বেড়াতে গিয়েছিলেন। সেখানে বার্ধক্যজনিত কারণে সোমবার রাত দেড়টার দিকে তিনি মারা যান। ওই রাতেই বাড়িতে থাকা ওয়ারিছ মিয়া ফজরের নামাজের ওজু করার সময় স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে আকস্মিকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন।
পরিবারের সদস্যরা আরও জানায়, স্ত্রীর মৃত্যুর খবরে তিনি প্রচণ্ড ধাক্কা খেয়ে নিস্তেজ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।
রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, ওয়ারিছ মিয়া এলাকার একজন অত্যন্ত ধার্মিক, শ্রদ্ধাভাজন মানুষ ছিলেন। তিনি রাউৎগাঁও হাফিজিয়া মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এবং রাউৎগাঁও জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করতেন।
নিহত দম্পতির চার মেয়ে ও একমাত্র ছেলে রয়েছে। তাদের জানাজা মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে রাউৎগাঁও বড় মোকাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং পরে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দুটি কবরে তাদের দাফন সম্পন্ন হয়।
বিভি/টিটি
মন্তব্য করুন: