পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ২৪ জনকে পুশইন করলো বিএসএফ

পঞ্চগড়ের দুই সীমান্ত দিয়ে ভারত থেকে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
সদর উপজেলার শিংরোড ও বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে রাতে তাদের আটক করা হয়। তারা নড়াইল ও বাগেরহাট এলাকার বাসিন্দা।
এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিচয় নিশ্চিতসহ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছে বিজিবি।
এ নিয়ে আটককৃতদের মধ্যে ছয়জনকে পঞ্চগড় সদর থানায় ও ১৭ জনকে বোদা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: