• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

৬ মাসের যমজ শিশুসহ মাকে হাজতে আটকের ঘটনায় ওসি প্রত্যাহার

প্রকাশিত: ২১:০৭, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
৬ মাসের যমজ শিশুসহ মাকে হাজতে আটকের ঘটনায় ওসি প্রত্যাহার

ছয় মাসের যমজ শিশুসহ মাকে ময়মনসিংহের নান্দাইল থানা হাজতে আটকে রাখা হয়। এ ঘটনায় থানার ওসি মো. আনোয়ার হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার।

পুলিশ সূত্র জানায়, কিছুদিন ধরেই নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন। এর মধ্যে ৬ মাসের যমজ শিশুসহ মাকে থানা হাজতে রাখেন। অন্যদিকে একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে নিহতের বাবা মামলা করতে না চাইলেও তাকে থানায় ডেকে নিয়ে কয়েক ঘণ্টা আটকে রাখেন। এ কারণে নিহত ছেলের জানাজা পড়তে পারেননি বাবা। 

সূত্র জানায়, গত ৯ জুলাই উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের নিজবানাইল গ্রামের মো. বায়োজিদের স্ত্রী নিশিদ আক্তারকে গভীর রাতে আটক করা হয়। ওই সময় ওই গৃহবধূ ৬ মাসের শিশুদের নিয়ে যেতে না চাইলেও জোর করে থানায় নিয়ে হাজতে আটকে রাখা হয়। পরদিন দুই শিশু সন্তানসহ ওই নারীর ছবি তুলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

পরে ময়মনসিংহ পুলিশ সুপার তদন্তে সত্যতা পেয়ে ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। 
 

বিভি/টিটি

মন্তব্য করুন: