• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে মুরাদনগরে ছাত্র-জনতার বিক্ষোভ

প্রকাশিত: ০০:২২, ৩০ জুলাই ২০২৫

আপডেট: ০০:২৩, ৩০ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে মুরাদনগরে ছাত্র-জনতার বিক্ষোভ

মব সৃষ্টি করে মুরাদনগরের আকুবপুরে ট্রিপল মার্ডার, স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করা ও সনাতন ধর্মাবলম্বীদের পুকুর দখলসহ নানান অপকর্মে জড়িত, উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা ও প্রশ্রয় দেওয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগর উপজেলা ছাত্র-জনতা। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৪ টায় মুরাদনগর উপজেলা সদরে বিক্ষোভ কর্মসূচি করেন তারা। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। 

মুরাদনগরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষজন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এসময় তারা এক-দুই-তিন-চার, আসিফ তুই গদি ছাড়। হাসিনা গেছে যেই পথে, আসিফ যাবে সেই পথে। বাপে ছেলে মিল্যা, মুরাদনগর খাইছে গিল্যা, এসব স্লোগানে স্লোগানে আসিফের পদত্যাগ দাবি করেন উপস্থিত ছাত্রজনতা।

মিছিল শেষে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। মুরাদনগর উপজেলা ছাত্রদলের  আহবায়ক খায়রুল আহসান। সদস্য সচিব সুমন মাষ্টার।  মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল দেবনাথ।  

বৈষম্য বিরোধী ছাত্রনেতা নাহিদ ইসলাম বলেন, এই মুরাদনগরে এখনো ইউসুফ আব্দুল্লাহ হারুনের ভূত ভর করে আছে উপদেষ্টা আসিফ মাহমুদের ছত্র ছায়ায়। আসিফ মাহমুদের বাবা আওয়ামিলীগের সাথে আতাত করে বিএনপি নেতাকর্মীদের উপর জুলুম করছে, জেলে দিচ্ছে। গতকাল রাতে আমাদের প্রিয় নেতা আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ দাদার আস্থাভাজন কর্মী শাহ আলমকে গুম করার চেষ্টা করছে এই আসিফ মাহমুদ। সংবাদ প্রকাশের জেরে অবশেষে তাকে একটি হত্যা মামলায় মিথ্যা আসামি বানিয়ে আটক দেখিয়েছে। আসিফ মাহমুদ সজিব ভুইয়া, আপনি যদি এই ফ্যাসিবাদি খেলা বন্ধ না করেন, তাহলে আপনাকে এই বাংলার জনগন ছাড় দিবে না।

উপজেলা ছাত্রদলের সভাপতি খায়রুল আহসান বলেন, উপদেষ্টার বাবা একজন সামান্য স্কুল শিক্ষক হয়ে তিনি কীভাবে এত দামি গাড়িতে চলাফেরা করেন? ওনি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী আমরা তা জানতে চাই। আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়িতে ট্রিপল মার্ডারের ঘটনায় আসিফ মাহমুদের বাবা জড়িত আছেন। সেই মামলার এক নাম্বার আসামি আওয়ামী লীগের ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লাহর সাথে  তার গোপন মিটিংয়ের ভিডিও আছে। তিনি মন্ত্রনালয়ের প্রভাব খাটিয়ে মুরাদনগরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী, হিন্দুদের পুকুর দখলসহ নানা অপকর্ম করে যাচ্ছে। আমরা ছাত্রজনতা কি বুকের রক্ত দিয়ে অভ্যুত্থান করেছি এসব অপকর্ম সহ্য করার জন্য?

মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি দুলাল দেবনাথ বলেন, গত ৫ ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আমাদের তিনটি পূজা মন্ডুপে হামলা হয়েছে। ধর্ষনের মত জঘন্য অপরাধ সংগঠিত হয়েছে। তারপরেও এই আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ইশারায় আমরা সঠিক বিচার পাই নাই। আর যদি কোন রকম অন্যায় আমাদের উপর করা হয়, আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। গীতা রাণী রায় নামের একজন হিন্দু শিক্ষিকাকে পাশবিক নির্যাতন করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, এসবের নেতৃত্বে ছিল আসিফ মাহমুদের বাবা। এই শান্ত মুরাদনগরকে আসিফ মাহমুদের বাবা, চাচাতো ভাই ওবায়দুল্লাহ আওয়ামী কর্মীদের নিয়ে অরাজকতা সৃষ্টি করে অশান্ত করে রেখেছে। উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ আলমকে কালো গাড়ি দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। এসব কিসের আলামত? আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনি আপনার উপদেষ্টা আসিফ মাহমুদকে এসব থেকে বিরত রাখুন।

বিভি/এআই

মন্তব্য করুন: