রামুর ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫

কক্সবাজারের রামু উপজেলায় রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
শনিবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রশিদনগরের পানিরছড়া-ভারুয়াখালী রেলক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে রয়েছে- দুই নারী ও এক শিশু।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি পানিরছড়া-ভারুয়াখালী সড়কের রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি ট্রেনের সাথে সংঘর্ষ হয়। এ সময় সিএনজিটি ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চারজন ও হাসপাতালে নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। তারা রেল কর্তৃপক্ষের অবহেলার প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন। দীর্ঘ সময় ধরে রেললাইন অবরোধ থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।
স্থানীয়দের অভিযোগ, রশিদনগরের এই রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেট বা গেটম্যান নেই। ফলে প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: