• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সাতক্ষীরায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

সাতক্ষীর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:২৯, ২ আগস্ট ২০২৫

আপডেট: ১৮:২৯, ২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

জাতীয় সংসদের সাতক্ষীরা-৩ ও ৪ আসনের সীমানা পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের খসড়া গেজেট প্রকাশের প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শনিবার সকালে উপজেলা সদরের চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা মইনুদ্দিন মাহমুদ, সেক্রেটারি মাওলানা গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাস্টার রেজাউল ইসলাম, প্রভাষক আব্দুল হামিদ, মাওলানা আমিনুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আসন পুনর্বিন্যাসের নামে শ্যামনগরবাসীর সঙ্গে চরম অবিচার করা হয়েছে। দেশের সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর ও আশাশুনিকে একত্রিত করে একটি আসনে পরিণত করায় উভয় উপজেলার মানুষের দুর্ভোগে ফেলার চক্রান্ত করা হয়েছে। এই দুই উপজেলা ব-দ্বীপ ও দুর্যোগপ্রবণ অঞ্চল নিয়ে গঠিত। এ এলাকার মানুষের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা নিত্যদিনের সঙ্গী। ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্যোগ পীড়িত দুই উপজেলাকে এক আসনে অন্তর্ভুক্ত করা অযৌক্তিক ও জনবিরোধী সিদ্ধান্ত। মানববন্ধনে দাবী করা হয়, পূর্বের মতো শ্যামনগরকে একটি একক আসন অথবা শ্যামনগর ও কালিগঞ্জকে একত্র করে আলাদা একটি আসন গঠন করা হোক। 

বক্তারা এসময় ভৌগলিক কারনে ও জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গেজেট অবিলম্বে বাতিল করে আগের মতো সাতক্ষীরার পাঁচটি আসন পুনর্বহালের জোর দাবি জানান। মানববন্ধনে হাজার হাজার জামায়াত নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: