• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফায়ার সার্ভিসের সেবা পাচ্ছেন না হাওরবাসী

মাহবুবুল কিবরিয়া চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত: ১০:১০, ৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ফায়ার সার্ভিসের সেবা পাচ্ছেন না হাওরবাসী

ছবি: সংগৃহীত

নেত্রকোণার হাওর অঞ্চলে ২০০ মিটার সড়ক পাকা না হওয়ায়, বন্ধ রয়েছে তিন বছর আগে নির্মিত খালিয়াজুরী ফায়ার স্টেশনটি। নানা সময় দুর্ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের সেবা পাচ্ছেন না হাওরবাসী। এদিকে, সড়ক পাকা করে ফায়ার স্টেশনটি চালুর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 

নেত্রকোণার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী, কলমাকান্দায়, গত পাঁচ বছরে অগ্নিকাণ্ড, নৌ, ও সড়কসহ ৩৬০টি দুর্ঘটনা ঘটেছে। নিহত হয়েছে অন্তত ৫৪ জন। ক্ষয়ক্ষতির পরিমাণ চার কোটি টাকারও বেশি।

এ অবস্থায় খালিয়াজুরী সদরে তিন বছর আগে ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যায়ে নির্মাণ করা হয় হাওরাঞ্চল উপযোগী ফায়ারস্টেশন। কিন্তু মাত্র ২০০ মিটার রাস্তা পাকা না হওয়ায় অবহেলা ও অযত্নে পড়ে আছে ফায়ার স্টেশনটি।

কার্যক্রম না থাকায় স্টেশনটি পরিণত হয়েছে মাদকসেবীদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপের আখড়ায়-এমন অভিযোগ এলাবাসীর।

 এদিকে, হাওর উপযোগী সেবা দিতে সবধরণের সরঞ্জামসহ স্টেশনটি প্রস্তুত বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা। 
 
সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
 
৪০৮ বর্গকিলোমিটার হাওরাঞ্চলে ৭ লাখেরও বেশি মানুষের বসবাস। বিশাল জনগোষ্ঠীর নিরাপত্তায় স্টেশনটি দ্রুত চালুর দাবি হাওরবাসীর।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2