শখের দোলনা তৈরি করে সাবলম্বী গাজীপুরের নারীরা

ছবি: সংগৃহীত
শখের দোলনা তৈরি করে সাবলম্বী হয়েছেন গাজীপুরের নারীরা। বাহারি কারুকাজের দোলনাগুলো যাচ্ছে নামিদামী মার্কেট ও অভিজাতদের বাসা বাড়িতে। তবে সরকারি-পৃষ্ঠপোষকতা পেলে, এ শিল্প আরও প্রসার হবে বলেও জানান উদ্যোক্তারা।
গাজীপুরের কালীগঞ্জের বিরতুল, ধনুন ও বাগদী গ্রামটি এখন দোলনা গ্রাম নামেই পরিচিতি। পুরুষদের সহযোগিতা আর নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে এখানকার নারীরা প্রতিদিনই বিভিন্ন আকৃতির দোলনা তৈরি করে রফতানি করছেন দেশে ও বিদেশে।
বাহারি রং-এর সুতা, রং আর বাঁশ দিয়ে উদ্যোক্তারা তৈরি করেন এসব দোলনা। তবে, সরকারি পৃষ্টপোষকতা পেলে গ্রামের আরও বেকার নারীদের কর্মসংস্থানের জায়গা তৈরির আশা তাদের।
দোলনার সাফল্য ও সম্ভাবনার কারণে, অনেকে এই শিল্পের দিকে ঝুঁকছেন। তাই স্থানীয়ভাবে সমিতি গঠন,ক্ষুদ্র ঋণ এবং বাজার সৃষ্টির আশ্বাস দিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ।
দোলনা তৈরির উদ্যোক্তা ও কারিগরদের জন্য সরকারী প্রণোদনা ও সহজ শর্তে ঋণ পেলে , এ শিল্প আরও প্রসার হবে বলেও জানান উদ্যোক্তারা।
মন্তব্য করুন: