• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

খাগড়াছড়ি প্রতিনিধি 

প্রকাশিত: ০৯:১৭, ১১ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনরা। তবে চিকিৎসকদের দাবি, চিকিৎসায় কোনো ঘাটতি বা ত্রুটি ছিলো না। তারপরও অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন, মেডিকেল অফিসার।

খাগড়াছড়ি সদর উপজেলার বাসিন্দা ফারিয়া সুলতানাকে ৬ আগষ্ট সকালে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জয়া চাকমা প্রসূতির পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাসপাতালে ভর্তি করেন, তার সিজার করেন ডাক্তার নাদিয়া সুলতানা। 

সিজারের পর ফারিয়ার পেট ফুলে যায় এবং প্রেশার বেড়ে যায়, অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে অন্যত্র নিয়ে যেতে বললে ফারিয়াকে রাতেই চট্টগ্রাম মেডিক্যালে নেওয়া হয়, সেখানে ৭ই আগস্ট মারা যায় সে। স্বজনদের অভিযোগ চিকিৎসকদের অবহেলায় মারা গেছে ফারিয়া।  

তবে স্বজনদের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসকরা।  

ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পি।

 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2