গাইবান্ধায় ট্রাকচাপায় শিশুসহ নিহত ২, আহত ৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কের মৌসুমীর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনায় ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ পৌঁছেছে। দুইজনের মরদেহ পাওয়া গিয়েছে তবে মৃত্যুর সংখ্যা আরও ১ জন আরও বাড়তে পারে।আহত হয়েছেন ৫ জন। নিহতের নাম শিশু রাফি (বয়স ১ মাস) ও জাহিদুল ইসলাম ( ৫৫)। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: