• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজবাড়ীর দৌলতদিয়ায় যুবলীগ ও কৃষক লীগের নেতা গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: ১৮:১২, ১২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রাজবাড়ীর দৌলতদিয়ায় যুবলীগ ও কৃষক লীগের নেতা গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজেদ মণ্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব মমিনুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- দৌলতদিয়া ইউনিয়নের মজিদ শেখের পাড়ার কাজেম মণ্ডলের ছেলে মাজেদ মণ্ডল। সে দৌলতদিয়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং হোসেন মণ্ডলপাড়ার মোশাররফ হোসেনের ছেলে মমিনুল ইসলাম। সে দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সদস্য সচিব।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত বছরের ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন। মামলায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। ওই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে সোমবার রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১ নম্বর গলির মাথা থেকে মাজেদ মণ্ডলকে এবং একই রাত সাড়ে ১০টার দিকে হোসেন মণ্ডলপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে মমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: