• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মেয়ের হাতে বাবার মৃত্যু, অতঃপর গ্রেফতার

আকরাম হোসেন, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:৫২, ১২ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
মেয়ের হাতে বাবার মৃত্যু, অতঃপর গ্রেফতার

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে মেয়ে হাবেজা বেগমের হাতে পিটুনিতে বাবা ময়েন শেখ (৭০) এর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনায় জড়িত মেয়ে হাবেজা বেগমকে (৩০) গ্রেফতারের পর মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে আদালতে পাঠিয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

এর আগে সোমবার সন্ধ্যায় শিবালয় উপজেলার চর রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। পরে, আজ সকালে নিহত ময়েন শেখের প্রথম পক্ষের ছেলে সাঈদুল ইসলাম শিবালয় থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বাদীর মা সূর্য্য খাতুনের মৃত্যুর পর তিনি ও তার বোন ভানু দাদার কাছে লালিত-পালিত হন। প্রায় ৪০ বছর আগে পরিবার নিয়ে আলোকদিয়াচর এলাকায় আল্লাদি বেগমকে বিয়ে করে ঘর সংসার শুরু করে। পরে নদীভাঙনে ভিটিবাড়ি বিলীন হয়ে গেলে তারা চর রঘুনাথপুরে চলে আসেন। তার বাবা ময়েন শেখ দীর্ঘ ৫/৬ বছর ধরে প্যারালাইসিস রোগে ভুগছিলেন এবং কোনো উপার্জন না থাকায় বিভিন্ন সময় ছেলে-মেয়েদের বাড়িতে থাকতেন। হাবেজা বেগমের বিয়ে হলেও বাবার সঙ্গেই থাকতেন এবং পাবনা জেলার সুজানগর উপজেলায় অবস্থিত ১৬ শতাংশ জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য বাবা ময়েন শেখকে চাপ প্রয়োগ করতেন। প্রায় তিন বছর আগে সেই জমির মধ্যে ১২ শতাংশ জোরপূর্বক লিখে নেওয়ার পরও বাবাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি।

সোমবার রাত সাড়ে ৭টার দিকে বাবার ঘরে অবস্থানকালে জমি ফেরত ও জাতীয় পরিচয়পত্র চাইলে হাবেজা বেগম ক্ষিপ্ত হয়ে পূর্বপরিকল্পিতভাবে কাঠের চলা দিয়ে মাথা লক্ষ্য করে আঘাত করেন। আঘাতটি তার বাবার বাম কাঁধে লাগায় তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ঘটনার পর স্থানীয়রা লাশ বাইরে এনে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে ময়েন শেখ বাদী হয়ে মামলা করেছেন। আসামি হাবেজা বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: