ময়নাতদন্ত শেষ, কাজের উদ্দেশে বের হওয়া বিভুরঞ্জনের লাশ ফিরছে আজ

ময়নাতদন্ত শেষে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত শেষ হয়। পরে স্বজনরা তার মরদেহ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে নিয়ে ঢাকার সিদ্ধেশরীর উদ্দেশ্যে রওনা হয়।
খোলা চিঠি শিরোনামে একটি অনলাইন গণমাধ্যমে লিখা শেষ লেখায় নিজের ও তার সন্তানের অসুস্থতা, মেডিকেল পাস করা মেয়ের উচ্চতর পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কষ্ট, বুয়েট থেকে পাস করা মেধাবী ছেলের চাকরি না হওয়ার বেদনাগাঁথা এবং আর্থিক অনটনের কথা লিখে গেছেন জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকার। এরপর বৃহস্পতিবার সকালে অফিসে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। আজ আবার বাড়ি ফিরছেন, তবে লাশ হয়ে।
এর আগে শুক্রবার (২২ আগস্ট) বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর-বলাকি এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌপুলিশ। সন্ধ্যায় সেখান থেকে মরদেহ পাঠানো হয় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষ হয় তার। মরদেহ গ্রহণ করতে এসে শোকে বিহবল হয়ে পড়েন স্বজন ও সহকর্মীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মমুখর জীবনের।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ মোহাম্মদ এহসান জানান, ময়নাতদন্তে নিহতের শরীরের বিভিন্ন অংশ সংগ্রহ করে ঢাকায় ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে মৃত্যুর কারণ।
নিহতের ছোট ভাই চিররঞ্জন সরকার জানান, মুন্সীগঞ্জ থেকে মরদেহ প্রথমে ঢাকার সিদ্ধেশরী বাড়িতে ও পরে সেখান থেকে শেষকৃর্তের জন্য রাজধানীর সবুজবাগের বরদেশ্বরী কালিমন্দির ও শ্মশানে নিয়ে যাওয়া হবে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: