• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তারেক রহমানের পক্ষ থেকে বাঘায় বন্যার্তদের খাদ্যসামগ্রী প্রদান

প্রকাশিত: ২২:১৭, ২৩ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
তারেক রহমানের পক্ষ থেকে বাঘায় বন্যার্তদের খাদ্যসামগ্রী প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর বাঘা উপজেলায় বন্যায় আক্রান্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, মুড়ি বিতরণ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী আমিনুল ইসলাম মিঠু। রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করছেন এই প্রবাসী নেতা।

শনিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রাম, আশরাফপুর ও চকরাজাপুর ইউনিয়নের করালিনওসারা, নিচ পলাশি, পলাশি ফতেপুর, কালিদাসখালীসহ ৪০০ পরিবারে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ছেলে আমিনুল ইসলাম মিঠুর পিতা অসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন ও দলীয় নেতাকর্মীরা বন্যায় আক্রান্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তারা বন্যাদুর্গত এলাকার মানুষের খোঁজ খবর নেন।
 
যুবদল নেতা সজন বলেন,  প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে জনকল্যাণে কাজ করে গেছেন। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র হরণ করেছে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সকলের কাছে দোয়া প্রার্থনা করে দেশের স্বার্থে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান জানান।

মিঠুর পিতা হায়দার আলী বলেন, তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে আমার ছেলে মিঠু বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে। আগামীতেও সে যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন। আপনারা বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আমার ছেলের জন্য দোয়া করবেন। 

খাদ্যসামগ্রী পাওয়া করালি নওশারা গ্রামের সপুদা বেওয়া শাহানুর খাতুন বলেন, বন্যার কারণে কষ্টে দিন কাটাচ্ছিলাম। পানি কমলেও দুর্ভোগ কমেনি। কেউ খোঁজ নেয়নি। এমন সময় মিঠু পাশে দাঁড়িয়েছেন।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন, বাঘা পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাজু বাঘা ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, মিঠুর চাচা ফরিদ মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মুঠোফোনে মিঠু বলেন, শুধু মনোনয়ন পাবার জন্যই নয়, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আগেও অসহায় দুস্থ মানুষ ও সামাজিক কর্মকাণ্ডে পাশে ছিলাম, এখনও আছি। এছাড়াও তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে। আমি দল থেকে মনোয়ন প্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দিবেন, দলের একজন কর্র্মী হিসেবে তার হয়ে কাজ করবো।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2