• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নাটোরে বাসের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত 

প্রকাশিত: ১১:০০, ২৪ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নাটোরে বাসের ধাক্কায় ২ ভ্যানযাত্রী নিহত 

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে সিংড়া উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল হোসেন সিংড়ার বড় বারইহাটি গ্রামের খয়রুদ্দিনের ছেলে এবং আখতার মৃধা একই এলাকার আবু তাহেরের ছেলে। এ ঘটনায় বাসটি জব্দ করা গেলেও বাসের চালক ও তার সহকারী পলাতক রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান। ওসি জানান, আখতার মৃধা ও মোজাম্মেল হোসেন সিংড়া উপজেলার খেজুরতলা জুট মিলের শ্রমিকদের জুট মিলের সামনে নামিয়ে দিয়ে ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন। এ সময় বগুড়া থেকে নাটোরগামী জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিয়ে আহত দুইজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, বাসটিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর থেকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। বাসটি জব্দ করতে পারলেও বাসের চালক ও চালকের সহকারী পলাতক রয়েছে। তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2