• NEWS PORTAL

  • শনিবার, ৩০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কাভার্ডভ্যানের সিটের নিচে মিললো বিদেশি পিস্তল-গুলি, আটক ২ 

রাজেক জাহাঙ্গীর, যশোর

প্রকাশিত: ২২:২৭, ২৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কাভার্ডভ্যানের সিটের নিচে মিললো বিদেশি পিস্তল-গুলি, আটক ২ 

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকায় একটি কাভার্ডভ্যান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- যশোরের শার্শা উপজেলার ভবেরবেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২) ও আফজাল বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (২০)।

ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভুঁঞা জানান, গোপন‌ সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম যশোর শহরতলীর চাঁচড়া বিএডিসি অফিসের সামনের সড়কে অবস্থান নেয়। এসময় বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যানের গতিরোধ করা হয়। এরপর চালক ফরহাদ ও তার সঙ্গী সাকিবকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আমেরিকার তৈরি একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি বের করে দেন।

ওসি মঞ্জুরুল হক আরও জানান, আটককৃতরা জানিয়েছেন তারা দীর্ঘদিন যাবৎ বেনাপোল থেকে অস্ত্র নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেন। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: