• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গণধর্ষণ ও মাদক মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার

প্রকাশিত: ১৩:২৫, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
গণধর্ষণ ও মাদক মামলার পলাতক ৩ আসামি গ্রেফতার

চট্টগ্রামে পৃথক তিনটি অভিযানে গণধর্ষণ মামলার দুই আসামি ও মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। 

র‍্যাব-৭ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে সীতাকুন্ড থেকে গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মাহবুব আলম এবং পতেঙ্গা এলাকা থেকে গণধর্ষণ মামলার আরেক এজাহারনামীয় পলাতক আসামি কাশেদকে গ্রেফতার করা হয়।

এছাড়া চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার মাদক মামলাক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুর রাজ্জাককে দীর্ঘ ১৭ বছর পর গ্রেফতার করেছে র‍্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পূর্ব মেখল বাদামতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2