নুরের উপর হামলা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুরে নগরীর দুই নম্বর গেইট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।এসময় টায়ার জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিক্ষোভকারীরা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবী জানানোর পাশাপাশি এই ন্যাক্কারজনক ঘটনার পেছনের ইন্ধনদাতাদের খুজে বের করার দাবীও জানান। জাতীয় পার্টির কাধে ভর করে আওয়ামী ফ্যাসিবাদকে এদেশে আর ফিরে অআসার সুযোগ দেয়া হবে না বলেও হুশিয়ার করেন বিক্ষোভকারীরা।
পরে বিক্ষোভকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে সিএমপির প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়।
বিভি/এজেড
মন্তব্য করুন: