• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে গ্রেফতার 

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫০, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে গ্রেফতার 

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক আসামি নরসিংদীতে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল খালিশকারটেক থেকে এলাকা থেকে র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদী তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত হলেন-  পলাশ উপজেলার খালিশকারটেক এলাকার নাহিদ ওরফে নাহিদ ড্রাইভারের ছেলে শাওন (৩২)। 

র‍্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জুয়েল রানা জানানা, পলাশ থানার মাদক মামলায় কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সে কারাবন্দী ছিল। পরে গত বছরের আগস্টের ৬ তারিখে সে কারাগার থেকে পলায়ন করে আত্মগোপনে ছিল। পরবর্তীতে, গাজীপুর কোনাবাড়ী থানায় হওয়া জেল পলাতক মামলার মামলায় সে এজাহারভুক্ত আসামি হয়। এছাড়াও, তার নামে হত্যা, মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পলাশের খালিশিকারটেক থেকে গ্রেফতার করা হয়। আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য তাকে পলাশ থানা পুলিশের নিকট হস্তান্তর করে হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: