• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে মাসব্যাপী তাঁতবস্ত্র প্রদর্শনী ও কুটির শিল্প মেলা শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৫, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৫৬, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে মাসব্যাপী তাঁতবস্ত্র প্রদর্শনী ও কুটির শিল্প মেলা শুরু

খাগড়াছড়িতে মাসব্যাপী তাঁতবস্ত্র প্রদর্শনী ও কুটির শিল্প মেলা চলছে। মেলার আয়োজক তাঁতী সমিতির সভাপতি মো. হাসান আলী জানান, বাংলাদেশ তাঁত বোর্ড ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলায় দেশীয় উদ্যোক্তাদের পণ্যের বাজার বৃদ্ধি করার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। 

স্থানীয় টাউন হল প্রাঙ্গণে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ মেলা চলবে।

মেলায় হস্ত, কুটির ও বস্ত্রশিল্পসহ বিভিন্ন পণ্যের ৪০টি স্টল অংশ নিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে, নারায়ণগঞ্জের জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল শাড়ি, পাবনা শাড়ি, রূপগঞ্জের তাঁতের শাড়ি, থ্রিপিস, জামালপুরের নকশি কাঁথা, হাতের তৈরি পাটের জুতা, কুসুম কভার, আড়ংয়েরবেডসিট, মৃৎশিল্প, কুমিল্লা কুটির শিল্প, মেয়েদের অরুনা হিজাব ছাড়াও কসমেটিক ও বাচ্চাদের হরের রকমের খেলার সামগ্রী।

বিভি/এজেড

মন্তব্য করুন: