• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে গাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫ 

প্রকাশিত: ১৪:১৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নারায়ণগঞ্জে গাস লিকেজ থেকে আগুন, শিশুসহ দগ্ধ ৫ 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনে শিশুসহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কাঁচপুর বেসিক পুরান বাজার এলাকায় শেখ ফরিদের ৩ তলা ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন- মানব চৌধুরী, তার স্ত্রী বাচা চৌধুরী, তিন মেয়ে মুন্নি, তিন্নি ও মৌরি। নিচ তলায় ভাড়া থাকে পরিবারটি। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। 

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন ধরে এ বিস্ফোরণ হয়। 

বিভি/এসজি

মন্তব্য করুন: