• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল

প্রকাশিত: ১৫:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩টায় নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির পালন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি, শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান।

মিছিলটি নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে নালিতাবাড়ী উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত। এসময় শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মিছিলে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমএ মালেক, শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল চৌধুরী, সামেদুল হক, শেখ মোহাম্মদ কাঞ্চন, সামিদুল ইসলাম জামাই, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মুক্তার হোসেন, সদস্য সচিব সোহেল রানা বাচ্চু, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নয়ন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, শহর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরিদ আলম প্রমূখ।

আনন্দ মিছিল শেষে আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে ঐতিহাসিক গুরুত্বের দিন হিসেবে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সোচ্চার থাকার আহ্বান জানান।
 

বিভি/এজেড

মন্তব্য করুন: