• NEWS PORTAL

  • সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

টাঙ্গাইলে বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
টাঙ্গাইলে বর্ধিত সভায় হঠাৎ অসুস্থ কাদের সিদ্দিকী

টাঙ্গাইলের সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় অসুস্থ হয়ে পড়লেন বঙ্গবীরখ্যাত কাদের সিদ্দিকী বীরউত্তম। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে কাদের সিদ্দিকী সখীপুরের নিজ বাসায় চিকিৎসকদের পরার্মশ নিচ্ছেন। 

কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা জানায়, শনিবার সকালে সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সকাল থেকে সভা শুরু হলে কাদের সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে দুপুর ১২ টার দিকে অংশ নেন। অনুষ্ঠানের সভাপতি ছিলেন সখীপুর উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান। পরে কাদের সিদ্দিকী শুভেচ্ছা বক্তব্য দিয়ে দলীয় নেতাদের বক্তব্য শুনছিলেন। দুপুর আড়াইটার দিকে চেয়ার থেকে কাদের সিদ্দিকী ঢলে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে ধরে গাড়িতে করে সখীপুরের নিজ বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে সখীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা কাদের সিদ্দিকীকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। 

উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুস ছবুর খান বলেন, তিনি বাসাতেই চিকিৎসকের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকায় নেওয়া হবে। তবে, কাদের সিদ্দিকী আগের তুলনায় কিছু সুস্থবোধ করছেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: