গোয়ালন্দে নুরাল পাগলার দরবার ভাঙচুর; সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

রাজবাড়ীর গোয়ালন্দে নুরার পাগলার দরবারে আগুন দেওয়ার পাশাপাশি ভাঙচুর চালিয়েছে তৌহিদী জনতা। শুক্রবারের (৫ সেপ্টেম্বর) এই সংঘর্ষে একজন নিহত ও শতাধিক আহত হয়েছে।
জানা যায়, গত ২৩ আগস্ট গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর তাকে কবর দেয়া হয় মাটি থেকে ১২ ফুট উঁচুতে। কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর। এ নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল জেলা জুড়ে। এতে ফুঁসে উঠেছিল তৌহিদী জনতা।
এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদী জনতা। বিক্ষোভ থেকে হামলা চালানো হয় নুরাল পাগলার দরবার শরীফে। পাল্টা আক্রমণ করেন নুরাল পাগলার ভক্তরা। তুমুল সংঘর্ষে দু'পক্ষের শতাধিক মানুষ আহত হন।
পরে নুরাল পাগলার দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদী জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের ওপর, ভাঙচুর করা হয় গাড়ি। আশির দশকে নুরাল পাগলা নিজ বাড়িতে গড়ে তোলেন দরবার শরীফ। তিনি নিজেকে ইমাম মাহদী দাবি করতেন বলেও অভিযোগ রয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: