• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করুন’ শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহযোগীতায় এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জোড় বাগান ও চাঁদলাই এলাকাবাসী।

বক্তারা বলেন, মাদক একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। এটি তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হবে। আর তাই, পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করে নতুন প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করার লক্ষ্যেই এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান বক্তারা। এ সময় তারা সরকারকে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে মাদক ব্যবসায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোড় দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব সায়েদুজ্জামান, সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সাবেক ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: