• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ’

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৭, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে দেশনায়ক তারেক রহমানের সমৃদ্ধের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে ছাত্র-জনতার বৈষম্যহীন সমাজ গড়ার বাংলাদেশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মনোহরদী অডিটরিয়ামে মনোহরদী উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত ২০২৫ সারে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মডার্ন ফিলোসোফার, যিনি বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেন, স্বপ্নের জাল তৈরি করেন, পরিকল্পনা করেন এবং তা কিভাবে বাস্তবায়ন করতে হবে তাও জানেন। এজন্য রাষ্ট্রকে মেরামত করার জন্য যে ৩১ দফার রূপরেখা দেওয়া হয়েছে সেটি আগামী দিনের রাষ্ট্রকে মেরামত করার রূপরেখা। আমরা মনে করি আগামী দিনে একটি সুন্দর পরিবেশে জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। অবশ্যই যারা বৈধ আছে। নির্বাচন নিয়ে কোন ধরণের ষড়যন্ত্র, কোন ধরণের দালালী ও বিশৃঙ্খলা তৈরি করে মানুষের অধিকার আবারও ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে দলের নেতাকর্মীরা তা মেনে নেবে না। এসময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ও মনোহরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল খালেকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভুট্টো, জেলা বিএনপির সদস্য জাকারিয়া আল মামুন, মাহমুদুল হক, ডা. আব্দুর রেহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মান্নান প্রধান, সদস্য আকরাম কমিশনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহীদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক শাফি উদ্দিন আকন্দ তরুণ, মনোহরদী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু প্রমুখ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: