• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ইউএনওর আশ্বাসে ৪ ঘণ্টা পর ভাঙ্গায় সড়ক অবরোধ প্রত্যাহার 

প্রকাশিত: ১৫:১৬, ৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইউএনওর আশ্বাসে ৪ ঘণ্টা পর ভাঙ্গায় সড়ক অবরোধ প্রত্যাহার 

ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে চার ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বাসিন্দারা। এসময় তিন দিনের আল্টিমেটাম দেন তারা। 

ভাঙ্গা উপজেলার আলগী ও হামিদী ইউনিয়নকে ফরিদুপর-৪ আসন থেকে কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছিলেন তারা। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টা থেকে ঢাকা-খুলনা মহাসড়ক এবং সাড়ে ১২টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। তিনি আন্দোলনকারীদের দাবির প্রতি সহমত পোষণ করেন। তিনি বলেন, বিষয়টি ইতোমধ্যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। প্রয়োজনে আবারও অনুরোধ জানাবেন যাতে ভাঙ্গাকে বিভক্ত করা না হয়।

এক পর্যায়ে ইউএনও মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানান।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: