• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

নষ্ট হচ্ছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ করা কয়েক হাজার নৌকা–ট্রলার

প্রকাশিত: ১১:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১১:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
নষ্ট হচ্ছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জব্দ করা কয়েক হাজার নৌকা–ট্রলার

ফাইল ছবি

অযত্ন আর অবহেলায় নষ্ট হতে বসেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন সময় জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। এসব নৌযান রক্ষণাবেক্ষণ বা দ্রুত নিলামের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে, দাবি স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে, ইচ্ছা থাকলেও আইনি জটিলতার কারণে নৌযানগুলো নিলাম বা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না।  

এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনীর দৃশ্য। শুধু বুড়িগোয়ালিনী নয়, একই দৃশ্য কদমতলা, কৈখালী ও কোবাদক স্টেশনেরও। 

বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে বিভিন্ন সময় বনবিভাগের অভিযানে জব্দ হওয়া দুই হাজারের বেশি ছোট-বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। কিন্তু এ বিষয়ে কার্যকরী কোন পদক্ষেপ নেই বনবিভাগের। 

আটক নৌযানগুলোর দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি এবং মালিকানাবিহীন নৌকাগুলো নিলামের ব্যবস্থা করার দাবি সচেতনমহলের।

মামলা নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই নৌযান গুলো অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে, বললেন বনবিভাগের কর্মকর্তা। 

সুন্দরবনে জব্দ হওয়া এসব নৌকা ও ট্রলার দ্রুত নিলাম বা রক্ষণাবেক্ষণের মাধ্যমে কোটি কোটি টাকার এই সম্পদ রক্ষার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিভি/এসজি

মন্তব্য করুন: