শাশুড়িকে দাফন করতে আসার পথে প্রাণ গেল জামাইয়ের

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাহির মল্লিকপুর এলাকায় পণ্যবাহী ট্রাক ও ব্যাটারী চালিত ভ্যানের সাথে মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৮) নামের মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ সড়কের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের বাহির মল্লিকপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের সাদেক আলীর ছেলে।
নিহতের চাচাতো ভাই সোহেল জানান, রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন সড়ক দুর্ঘটনায় নিহত মটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ। মাত্র ২ মাস আগে একই এলাকায় বিয়ে করেন তিনি। রোববার তার খালা শাশুড়ি মারা গেলে তাকে দাফন করতে সোমবার ফজরের পর ঢাকা থেকে একটি পালশার মটরসাইকেলযোগে তিনি গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ সময় নিজ এলাকার কাছাকাছি নাচোল উপজেলার বাহির মল্লিকপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ও ভ্যানের সাথে ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আবুল কালাম আজাদ।
এ বিষয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টায় চাঁপাইনবাবগঞ্জ-রহনপুর আঞ্চলিক রাস্তায় জালাল উদ্দিনের বাড়ির সামনে ট্রাক-ভ্যান-মটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছেন মটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। আর বিক্ষুব্ধ জনতা পণ্যবাহী ট্রাকটির (ঢাকা মেট্রো-ট-২০-০৩৬৫) ক্ষতি সাধন করার আগেই ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক আছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: