ভাঙ্গায় অবরোধের তৃতীয় দিন, যান চলাচল স্বাভাবিক

ছবি: সংগৃহীত
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসকে ঘিরে ফরিদপুরের ভাঙ্গায় চলমান অবরোধের তৃতীয় দিনে আজ (মঙ্গলবার) ভোরে ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদীতে সড়ক অবরোধ করা হলেও সকাল ৯টার পর আবার যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
তবে মহাসড়কের পাশে এখনো স্থানীয়রা খন্ড খন্ড দলে অবস্থান নিয়েছে। দুপুরের দিকে তারা উপজেলা সদরের ঈদগাহ মাঠে সমবেত হয়ে পরবর্তী করণীয় ঠিক করবে।
এদিকে, ভাঙ্গায় অবরোধকে ঘিরে জনগণের জানমালের কোন ক্ষয়ক্ষতি যাতে না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। সোমবার রাতে তিনি ভাঙ্গা থানা কমপ্লেক্সে সাংবাদিকদের আরো জানান, ফ্যাসিস্টদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এদিকে, ভাঙ্গায় হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে বলে জানান ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
বিভি/এসজি
মন্তব্য করুন: