১৭ বছর পর সাতক্ষীরার তালায় মহিলা দলের সমাবেশ আয়োজন

দীর্ঘ ১৭ বছর পর সাতক্ষীরার তালায় অনুষ্ঠিত হচ্ছে মহিলা দলের সমাবেশ। তালা উপজেলা মহিলা দলের আয়োজনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া সমাবেশে কুমিরা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস। সমাবেশে উদ্বোধনী বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
এদিকে, সমাবেশকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে গোটা সাতক্ষীরা জেলা ব্যাপী। সমাবেশ স্থলে ইতিমধ্যে নারী ও পুরুষসহ অসংখ্য দলীয় নেতা-কর্মী ও সাধারন জনগণ দলে দলে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে কানায় কানায় ভরে গেছে সমাবেশ স্থল।
তালা উপজেলা মহিলা দলের আহবায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মহিলা দলের খুলনা বিভাগীয় টিম লিডার ও সাবেক এমপি নেওয়াজ হালিমা আর্লি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখবেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলাদলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেহা হক কেয়া প্রমুখ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: