খাগড়াছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ প্রসীত গ্রুপের মধ্যে গুলিবিনিময়

খাগড়াছড়ির পানছড়ির উপজেলার জগাপাড়া এলাকায় সেনাবাহিনীর সাথে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গুলিবিনিময় হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।
সেনা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর রাতে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জগাপাড়া গ্রামে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সক্রিয় সদস্য মানেক চাকমার বাড়িতে বিশেষ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। সময় ১৫/২০ জনের ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সন্ত্রাসী দলের উপস্থিতি ছিল। সেনা সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে।
সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে স্থানে ও পালানোর রাস্তায় তল্লাশি অভিযান পরিচালনা করে ১টি রাশিয়ান পিস্তল (টোকারেভ TT-33), ০২টি ম্যাগাজিন, ০৮ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ৭.৬২ মিঃ মিঃ ২০০ রাউন্ড এ্যামোনিশন, ০১টি ওয়াকিটকি সেট এবং ফার্স্ট এইড বক্সসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট ইউপিডিএফ (মূল) দলের সামরিক শাখার ভুবন ত্রিপুরা, সুমেন চাকমা, তীব্র চাকমা, অর্কিড চাকমা, শংকর চাকমা, অঙ্গ মারমাসহ সন্ত্রাসীদের বিরুদ্ধে পানছড়ি থানায মামলা দায়ের হয়েছে।
সেনাবাহিনীর দাবী,পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর। সাধারণ জনগণের জীবনযাত্রা বিঘ্নিত না করে ভবিষ্যতেও শুধুমাত্র সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে এ ধরণের কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, সেনাবাহিনী শুধুমাত্র পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকে।
বিভি/এজেড
মন্তব্য করুন: