• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১২:৫০, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

চট্টগ্রাম নগরীর রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) দুটি কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে তারা চট্টগ্রামের ফ্রি-পোর্ট এলাকার বিমানবন্দর সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, ইপিজেডের নাসা গ্রুপের দুটি কারখানায় প্রায় ২২০০ শ্রমিক রয়েছে। অক্টোবর মাস থেকে কারখানা দুটি বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। এতে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভে নামেন।

পরে পুলিশ তাদেরকে বিমানবন্দর সড়ক থেকে বুঝিয়ে সরিয়ে দেয়। এখন মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2