• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে দুই হাত বাধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ  প্রতিনিধি 

প্রকাশিত: ১৬:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে দুই হাত বাধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই হাত বাধা অবস্থায় রফিক শেখ (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় রানা শেখের একতলা বাড়ির ছাদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

পরিবার জানায়, নিহত রফিক শেখ ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে বড় মেয়ের কাছে জানিয়ে তিনি ঘর থেকে বের হন। ভোরে বাড়ি না ফেরায় মেয়ে খুঁজতে গিয়ে একতলা বাড়ির ছাদে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার বাবার মরদেহ দেখতে পান। এসময় তিনি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা এসে মরদেহ নিচে নামায়।

নিহতের পরিবারের দাবি, রফিক শেখকে হত্যা করে পরিকল্পিতভাবে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। পরিবারের ভাষ্যমতে, রানা শেখের বাড়িতে প্রায়ই রাতের বেলায় অচেনা লোকজনের আনাগোনা ছিলো।

এ বিষয়ে শ্রীনগর থানার এসআই হাবিবুর রহমান জানান, দুই হাত পিছনে বাধা অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। তাই বিষয়টি রহস্যজনক। আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2