• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

জুলাই আন্দোলনে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ আর নেই

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২১, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জুলাই আন্দোলনে কারাবরণকারী ছাত্রদল নেতা সাজিদ আর নেই

নিহত সাজিদ মাহমুদ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ (২৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার ভোর রাত ২টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের সংগঠক ছিলেন।

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শহিন ইসলাম জানান, বৃহস্পতিবার দিনগত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে সাজিদ। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারুলিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে জেলা ছাত্রদলসহ রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2