• NEWS PORTAL

  • শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মুন্সীগঞ্জে বাস চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৫, ২৪ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মুন্সীগঞ্জে বাস চাপায় মাদরাসা শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বেতকা সড়কে বাস চাপায় আরবি ইসলাম (৮) বছরের মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার বেতকা ইউনিয়নের রান্ধুনিবাড়ী স্কুল এর সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই মাদরাসা ছাত্রী মারা যায়। 

নিহত আরবি বেতকা আদর্শ মাদরাসার শিক্ষার্থী ছিলেন। ঘটনার পর পর উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসটির আগুন নেভায়। পরে বাসটিতে স্থানীয়রা ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। এসময় সড়কটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।  

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, ঢাকাগামী এস এস পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে মাদরাসা ছাত্রী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাসটিকে এলাকাবাসী স্থানীয় খাদে ফেলে দেয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2